Jon Kabir
Megher golpo tomar cokhe
Bindu hoye jhore pore
Tobu oi megher moho kate na
E kemon brishty
Nei tobu Vijchi
Pure jay amar puro sorir
Rater aaloy chader aaloy
Jhorer raat sesheo moho kate na
E kemon shunnota kaan pete shunchi amra
Pure jay aamar puro shorir
Rater aloy chader aloy
Jhorer raat sesheo moho kate na
মেঘের গল্প তোমার চোখে
বিন্দু হয়ে ঝড়ে পড়ে
তবুও ওই মেঘের মোহ কাটে না
এ কেমন বৃষ্টি?
নেই তবুও ভিজছি
পুড়ে যায় আমার পুরো শরীর
রাতের আলোয় চাদের আলোয়
ঝড়ের রাত শেষেও মোহ কাটে না
এ কেমন শুন্যতা কান পেতে শুনছি আমরা?
পুড়ে যায় আমার পুরো শরীর
রাতের আলোয় চাদের আলোয়
ঝড়ের রাত শেষেও মোহ কাটে না