L.R.B
Shei Tumi Keno Eto Ochena Hole
Sei Ami Keno Tomake Dukkho Dilem
Kemon Kore Eto Ochena Hole Tumi
Kivabe Eto Bodle Gechi Ei Ami
O Bukeri Shob Koshto Du-haate Shoriye
Cholo Bodle Jai
Tumi Keno Bojho Na
Tomake Chara Ami Oshohay
Amar Shobtuku Valobasha Tomay Ghire
Amar Oporadh Chilo Jototuku Tomar Kache
Tumi Khoma Kore Diyo Amay
Koto Raat Ami kedechi
Buker Gobhire Koshto Niye
Shunnotay Dube Gechi Ami
Amake Tumi Firiye Nao
Tumi Keno Bojho Na
Tomake Chara Ami Oshohay
Amar Shobtuku Valobasha Tomay Ghire
Amar Oporadh Chilo Jototuku Tomar Kache
Tumi Khoma Kore Diyo Amay
Jotobaar VebechiBbhule Jabo
Taro Beshi Mone Pore Jay
Fele Asha Seishob Dingulo
Bhule Tete Ami Pari Na
Tumi Keno Bojhona
Tomake Chara Ami Oshohay
Amar Shobtuku Valobasha Tomay Ghire
Amar Oporad Chilo Jototuku Tomar Kache
Tumi Khoma Kore Diyo Amay
Sei Tumi Keno Eto Ochena Hole
Sei Ami Keno Tomake Dukkho Dilem
Kemon Kore Eto Ochena Hole Tumi
Kivabe Eto Bodle Gechi Ei Ami
O Bukeri Sob Kosto Du-haate Shoriye
Cholo Bodle Jai
Tumi Keno Bojhona Na
Tomake Chara Ami Oshohay
Amar Shob Tuku Valobasha Tomay Ghire
Amar Oporad Chilo Jototuku Tomar Kache
Tumi Khoma Kore Diyo Amay
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
কতো রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
যতবার ভেবেছি ভুলে যাব
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসা সেইসব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না
তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কীভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝো না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিয়ো আমায়